শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি
হাতীবান্ধা ও পাটগ্রামে শুরু হলো এক অনন্য অধ্যায়—১৮৯টি “শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি” প্রতিষ্ঠার ঘোষণা। এই একাডেমিগুলো স্থানীয় শিশুদের মানসিক, নৈতিক ও শিক্ষাগত বিকাশে কাজ করবে, যাতে তারা আগামী দিনের আলোকিত নাগরিক হয়ে সমাজকে সমৃদ্ধ করতে পারে।
এই প্রকল্পের অন্যতম প্রধান লক্ষ্য হলো শিক্ষিত মেয়ে ও নারীদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা। আমাদের চারপাশে অসংখ্য নারী রয়েছেন, যারা পড়াশোনা শেষ করার পরও কর্মক্ষেত্রে নিজেদের জায়গা করে নিতে পারেননি। এই একাডেমিগুলো তাদের জন্য খুলে দিচ্ছে নতুন সম্ভাবনার দ্বার—যেখানে তারা শিশুদের শিক্ষা ও বিকাশে সক্রিয় ভূমিকা রাখবেন এবং একইসাথে আর্থিকভাবে স্বাবলম্বী ও সামাজিকভাবে মর্যাদাবান হয়ে উঠবেন।
এই দেশকে নিঃস্বার্থভাবে কিছু দিতে এসেছি, নিতে নয় – শিহাব আহমেদ
আমরা বিশ্বাস করি—শিশুর যত্ন ও বিকাশে মায়ের স্নেহ এবং নারীর ভালোবাসাই সবচেয়ে কার্যকর। তাই স্থানীয় মেয়েদেরকেই শিক্ষক ও কর্মী হিসেবে অগ্রাধিকার দেওয়া হবে। এর ফলে শিশুদের প্রাথমিক শিক্ষা যেমন সঠিক হাতে নিশ্চিত হবে, তেমনি নারীদের কর্মসংস্থানের মাধ্যমে একটি শক্তিশালী ও স্বনির্ভর সমাজ গড়ে উঠবে।
শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমিতে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি (২০২৫)
হাতীবান্ধা ও পাটগ্রাম উপজেলায় শিহাব আহমেদ ফাউন্ডেশন প্রতিষ্ঠা করছে মোট ১৮৯টি “শিহাব আহমেদ শিশু বিকাশ একাডেমি”। প্রতিটি একাডেমির জন্য স্থানীয় সহকারী শিক্ষক (শুধুমাত্র নারী প্রার্থী) নিয়োগ দেওয়া হবে। এই উদ্যোগের মাধ্যমে একদিকে যেমন শিশুদের প্রি-প্রাইমারি শিক্ষা, নৈতিকতা ও সৃজনশীলতা বিকাশ ঘটবে, অন্যদিকে স্থানীয় শিক্ষিত মেয়েরা ও নারীরা কর্মসংস্থানের সুযোগ পাবেন।
✅ যোগ্যতা
- প্রার্থী অবশ্যই নারী হতে হবে
- ন্যূনতম এইচএসসি পাশ (উচ্চতর যোগ্যতা অগ্রাধিকার পাবে)
- শিশুদের প্রতি ভালোবাসা, ধৈর্য্য ও দায়িত্বশীলতা থাকতে হবে
- হাতীবান্ধা/পাটগ্রাম উপজেলায় বসবাসকারী প্রার্থীদের অগ্রাধিকার
🎯 দায়িত্বসমূহ
- শিশুদের প্রি-প্রাইমারি শিক্ষা প্রদান
- কুরআন-হাদীস ও নৈতিকতা বিষয়ক প্রাথমিক জ্ঞান শেখানো
- সৃজনশীলতা ও মৌলিক দক্ষতা বিকাশে সহায়তা করা
- একাডেমির নীতিমালা মেনে শিক্ষাদান ও মূল্যবোধ শেখানো
📝 আবেদন সময়সীমা
- আরম্ভ: ২৮ আগস্ট ২০২৫
- শেষ সময়: ১৪ সেপ্টেম্বর ২০২৫, রাত ১১:৫০ মিনিট